করোনায় প্রাণ গেল আরও ৪২ জনের, শনাক্ত ৩১১৪

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

করোনায় প্রাণ গেল আরও ৪২ জনের, শনাক্ত ৩১১৪

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১১৪ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪২ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬০৬ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

 

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৭১টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৮১টি। এর মধ্যে আজ ৬৩টি পরীক্ষাগারের ফল পওয়া গেছে।

সংগৃহীত নমুনা থেকে পিসিআর পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৫০ টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পাওয়া গেছে ৩ হাজার ১১৪ জন। এ পর্যন্ত শনাক্ত এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন। শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ।

 

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৮ হাজার ৪৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৯৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন।’

বয়স বিশ্লেষণ করে তিনি বলেন, ‘১১ থেকে ২০ বছর ১ জন। ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ৫ জন, ৫১ থেকে ৬০ বছর ১১ জন, ৬১ থেকে ৭০ বছর ১১ জন, ৭১ থেকে ৮০ বছর ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছে।

 

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031