লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ইন দ্যা ইউকে এর কার্যকারী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত। গত ৩০ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ইন দ্যা ইউকে র ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রকীবের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কমিটির ১ম এ ভার্চুয়াল সভার শুরুতেই সারা বিশ্বে কোভিড-১৯ মহামারীতে যারা প্রাণ দিয়েছেন তথা দেশে ও দেশের বাইরে বাংলাদেশের যেসব নাগরিক এবং বিশেষ করে যেসব বিশিষ্ট ব্যক্তি প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করা হয় ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। কমিটিরএ সভায় ফিন্যান্সিয়াল রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ সৈয়দ হামিদুল হক।
বিগত দিনের কার্যক্রম গুলোকে আরো গতিশীল করতে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে গৃহীত হয়। দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরীব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা নিয়ে দীর্ঘমেয়াদী ট্রাস্ট ফান্ড গঠনের অগ্রগতিরও আলোচনা হয়। করোনা মহামারী মোকাবিলা করে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় করনীয় নিয়েও বিষদ আলোচনা হয়।
দীর্ঘদিন পর সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত প্রথম ভার্চুয়াল সভায় সবার মধ্যে সৌহার্দ্যপুর্ন পরিবেশে সভাটি ভিন্ন মাত্রা লাভ করে। সভায় কমিটির অন্যতম সদস্য সাবেক জয়েন্ট সেক্রেটারী মির্জা আসহাব বেগকে ‘
londonbanglanews.net এর সম্পাদকের দায়ীত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়।
উক্ত ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন, জনাব ইসমাইল হোসাইন, সিরাজুল বাসিত চৌধুরী কামরান, সৈয়দ আবু আকবর আহমেদ ইকবাল, মেসবাহ উদ্দিন ইকো, প্রশান্ত দত্ত পুরকায়স্থ, আব্দুল মুকিত চৌধুরী, নিলুফা ইয়াসমিন হাসান, মাহারুন আহমেদ, মো: হাবিব রাহমান, শাহাগীর বক্ত ফারুক, ড. মোহাম্মদ আব্দুল হান্নান, মারুফ আহমেদ চৌধুরী, রীপা সুলতানা রকীব, সহুল আহমেদ মকু, মির্জা আসহাব বেগ, মোহাম্মদ আবুল কালাম, এস এম মোস্তাফিজুর রহমান, সৈয়দ আনিসুজ্জামান, মোহাম্মদ মোস্তফা কামাল মিলন, আরিনা সিদ্দিক প্রমুখ ।
ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান গৌস সুলতান ভার্চুয়াল সভায় অংশ গ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।