জগন্নাথপুরে বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে সাংবাদিকদের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

জগন্নাথপুরে বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে সাংবাদিকদের ত্রাণ বিতরণ

কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় পানিবন্দি ও করোনায় কর্মহীন গৃহবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিকরা। মানবতার তাগিদে বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। নৌকা যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন সাধ্যমতো ত্রাণ সামগ্রী।

 

৪ জুলাই শনিবার জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ, বাদাউড়া ও কাচি বিলেরপাড় গ্রামের ৩০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম মুড়ি, কলা, স্যালাইন, মোমবাতি ও গ্যাসলাইট প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক ফখরুল ইসলাম, আলী জহুর, আলী হোসেন খান, ফজলুর রহমান, সংবাদকর্মী আবদুর রহিম ও জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য। এতে অর্থ দিয়ে সহযোগিতা করেন সাংবাদিক আবদুল তাহিদ, মীরজাহান মিজান, মো.শাহজাহান মিয়া, ফখরুল ইসলাম, মিছলুর রহমান, আলী জহুর, আলী হোসেন খান ও নিকেশ বৈদ্য।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031