সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আশ্রয়ান প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর অঙ্গিকার, গৃহহীন কেউ থাকবে না আর। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুরে এগিয়ে চলছে গরীব-অসহায়দের জন্য আশ্রয়ান প্রকল্পের কাজ।
এরই ধারবাহিকতায় ৪ জুলাই শনিবার জগন্নাথপুর উপজেলার “রসুলপুর সুখের নীড়” আশ্রয়ান প্রকল্পের মাটি ভরাট কাজ সমাপনান্তে ব্যারাক নির্মাণের জন্য পরিদর্শন করেন সেনাবাহিনী দল। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সেনাবাহিনীর প্রতিনিধি দল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-প্রকৌশলী সাইফুদ্দিন খান ও স্থানীয় ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।