সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
সিলেটের গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহাব উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার ৫জুলাই ভোরে তিনি হাসপতালে মারা যান।
তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
জানা যায়, শারীরিক নানা সমস্যা নিয়ে ২৭জুন তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করলে গত ২৯ জুন করোনা রিপোর্ট পজেটিভ আসে । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই আজ রোববার ভোরে তিনি মারা যান।