সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
জেলা সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জ পৌরশহরের ওয়েজখালীতে ফারুস মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৪টি পরিবারের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফারুস মিয়া জানান তারা ৪ ভাই পৃথক পৃথক ঘরে বসবাস করেন। আজ বেলা ৪.৩০টায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরন হয়ে, বিদুৎ এর লাইনে চলে যায় ও আগুন ভয়াবহ রুপ ধারন করে। ফায়ার সাভিস আসতে আসতেই তাদের ৪টি ঘর পুরে চাই হয়ে যায়। আগুনে তাদের ঘরের নগদ টাকা, স্বণ, ফানিচার, ফ্রিজ, ধান ও গরু পুরে চাই হয়ে যায়। ফারুস মিয়া পোস্ট অফিসে চাকুরি করেন, আরো তিন ভাই দিন মজুরের কাজ করে সংসার পরিচালনা করেন।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা কমিটির সাধারন সম্পাদক এনামুল বলেন আমরা ওয়েজখালী বাজারে ছিলাম খবর পেয়ে ফায়ার সাভিসকে ফোন দেই। তারা জানান ওয়েজখালীতে বিদুতের লাইন বিছিন্ন অবস্হায় আছে, আরো ঘটনা ঘটতে পারে। পৌর মেয়র নাদের বখত ঘটনা পরিদশন করেছেন।