পুরনো রূপে ফিরছে বালাগঞ্জ, হচ্ছে নৌ বন্দর

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

পুরনো রূপে ফিরছে বালাগঞ্জ, হচ্ছে নৌ বন্দর

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের বালাগঞ্জে হচ্ছে নৌ বন্দর। গত ২৮ জুন নৌ-পরিবহন মন্ত্রনালয় নৌ বন্দর ঘোষণা করে যে গেজেট প্রকাশ করে এতে বালাগঞ্জকে নৌ বন্দর ঘোষণাসহ এরিয়ার কথা উল্লেখ করা হয়। ফলে আবার পুরনো রূপে ফিরছে বালাগঞ্জ নৌ বন্দর। এ খবরে বালাগঞ্জ উপজেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।

জানা যায়, গত ২৮ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের টি এ শাখার এস আর ও নম্বর ১৬৭-আইন/২০২০ এর প্রদত্ত ক্ষমতাবলে নদী বন্দরের সীমানা নির্ধারণপূর্বক এই এক্ট এর প্রয়োগ কার্যকর করে গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বালাগঞ্জ নদী বন্দরের পশ্চিম সীমানা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা, আজমিরীগঞ্জ ইউনিয়ন, আজমিরীগঞ্জ মৌজা সংলগ্ন নদী তীর আড়াআড়িভাবে কালনী নদী (পরবর্তীতে কুশিয়ারা নদী নাম ধারণ করে), পূর্ব সীমানা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলওয়ে ব্রিজের ৫শ গজ পূর্ব, (সুলতানপুর) সংলগ্ন আড়াআড়িভাবে কুশিয়ারা নদী অতিক্রমকারী দ্রাঘিমাংশ ও বন্দর সীমানার আওতায় নদীর উভয় তীরে সর্বোচ্চ পানি সমতল হতে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত বিস্তৃত হিসেবে ভূ-ভাগের সীমানা নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. আনোয়ারুল ইসলাম এ গেজেট প্রকাশ করেন।

জানা যায়, এককালের নৌবন্দর হিসেবে বালাগঞ্জ উপজেলার খ্যাতি ছিল সারা দেশে। দেশ-বিদেশের পরিবহন খাতে যথেষ্ট উন্নতির ফলে দেশজুড়ে পরিচিত বালাগঞ্জের নৌবন্দরটি কালের বিবর্তনে হারিয়ে যায়। নতুন করে নৌ বন্দর ঘোষণার ফলে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ আবির্ভূত হবে তার পুরনো রুপে, ফিরে পাবে হারানো ঐতিহ্য। ব্যবসা বাণিজ্যে পাল্টে যাবে এলাকার মানচিত্র।

বালাগঞ্জকে নৌ বন্দরের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে বালাগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা-প্রত্যাশা অবশেষে পূরণ হচ্ছে।

এদিকে, বালাগঞ্জকে নৌবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশ করায় বালাগঞ্জে বইছে আনন্দের বন্যা। বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া বলেন, বালাগঞ্জ উপজেলাকে নৌবন্দর ঘোষণা করায় এলাকার জীবন মান পাল্টে যাবে। যাবে ব্যবসা বানিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। আমরা উপজেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কৃজ্ঞতা জানাচ্ছি।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ নৌবন্দরের তথ্য নিশ্চিত করে বলেন, বালাগঞ্জকে নৌবন্দর হিসেবে সীমানা নির্ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে বালাগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ বিষয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, বালাগঞ্জে নৌবন্দর উপহার দেয়ায় বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031