সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের রুহের মাগফেরাত কামনা করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও তার পরিবার, সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, সহধর্মিনী সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, ক্যান্সারে আক্রান্ত সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলামের মাতা সহ দেশের করোনায় আক্রান্তদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, সভাপতি সিলেট জেলা ছাত্রদল আলতাফ হোসেন সুমন, সভাপতি সিলেট মহানগর ছাত্রদল সুদীপ জ্যোতি এষ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রদল দেলোয়ার হোসেন নাদিমসিনিয়র সহ-সভাপতি সিলেট মহানগর ছাত্রদল তোফায়েল আহমেদ সহ-সভাপতি মহানগর ছাত্রদল আব্দুল হাসিব সহ সভাপতি মহানগর ছাত্রদল জহিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক,সিলেট মহানগর ছাত্রদল হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাত্রদল আব্দুল মুতাকাব্বির সাকি, সাংগঠনিক সম্পাদক মহানগর ছাত্রদল রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা ছাত্রদল আব্দুস মুনিম লস্কর,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, সহ সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদল আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ মহানগর ছাত্রদল, সভাপতি সিলেট ল’ কলেজ ছাত্রদল শাহিন আহমদ, সদস্য সচিব মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদল মকসুদুল করিম মকসুদ, সাধারণ সম্পাদক সিলেট ল’ কলেজ ছাত্রদল হোসাইন আহমেদ হাসান, যুগ্ম আহবায়ক মদন মোহন বিশ্ববিদ্যালয় জহিরুল ইসলাম আলাল যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট ল’ কলেজ ছাত্রদল কয়ছর আহমদ, আহবায়ক ২৭ওয়ার্ড ছাত্রদল লিমন আহমদ, সদস্য সচিব ১নং ওয়ার্ড ছাত্রদল হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
(বিজ্ঞপ্তি)