সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
জুড়ীতে আগুনে দুইটি মোটর সাইকেলসহ দুইটি দোকানের সম্পূর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামে ঘটেছে।
জানা যায়, উত্তর জাঙ্গিরাই গ্রামে রুহুল আমিন মার্কেটে রাত তিনটার দিকে আগুন লাগে। আগুনের শব্দ শুনে প্রতিবেশিরা হাল্লা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আব্দুর রহিম ও মজিবুর রহমানের দুইটি ভেরাইটিজ দোকানের সম্পূর্ন মালামাল ও একটি ক্লাব ঘর এবং ঘরে রাখা দুইটি মোটর সাইকেল পুড়ে যায়। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।