জামালগঞ্জে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

জামালগঞ্জে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ/ জামালগঞ্জঃঃ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাও- লাল বাজারের আশ্রয়ন প্রকল্প গুচ্ছগ্রাম ও সদ্য বন্যায় ভেঙে যাওয়া জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উজ্জ্বলপুর-ইসলামপুরের মাঝামাঝি অংশ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো আব্দুল আহাদ। এছাড়াও তিনি উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন।

 

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে আছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন হতদরিদ্র্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। গুচ্ছগ্রাম প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মো আব্দুল আহাদ বলেন, গুচ্ছগ্রাম প্রকল্পটি ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ের অর্থায়নে জামালগঞ্জ উপজেলা প্রশাসন বাস্তবায়ন করছে।

 

এতে ৬০টি ভূমিহীন পরিবার বসবাস করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষকে গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে বাড়ি-ঘর উপহার দিয়ে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। এই গুচ্ছগ্রাম প্রকল্পে যেন প্রকৃত গৃহহীনরা আশ্রয় পায় সে ব্যাপারেও উপজেলা প্রশাসনকে তাগিদ দিয়ে যান। পাশাপাশি এর কাজ সঠিক সময়ে বাস্তবায়নের সহ গুচ্ছগ্রাম প্রকল্পে রসী মানায় যে পুকুরটি রয়েছে সেটিতে মাছের পোনা ছাড়তে পরামর্শ দেন তিনি।

 

এদিকে, উজ্জ্বলপুর ভাঙ্গা সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে উজ্জ্বলপুর সড়ক ভেঙ্গে মানুষের ভোগান্তি বেড়েছে। সড়ক যাতায়াতে কোন মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকে উপজেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কে সজাগ থাকতে হবে। এদিকে খাদ্য গুদামে কোন ধরনে অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি হুশিয়ারি করেন। অনিয়ম পেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। কৃষকরা যাতে নির্বিঘ্নে তাদের উৎপাদিত ধান গুদামে দিতে পারে সে ব্যাপারে নজর রাখতে হবে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃএরশাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুবক্কর সিদ্দিক, উপ সহকারী প্রকৌশলী মো.আনিছুর রহমান, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো.দুলাল মিয়া, আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুল ইসলাম।

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31