নবীগঞ্জে ধান ক্ষেতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে হামলায় এক যুবক নিহত

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
  হবিগঞ্জের নবীগঞ্জ ১০নং দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামে ধান বীজতলায় বেড়া দেওয়া কে কেন্দ্র হামলায় জুবায়েল আহমদ (১৫) নামের এক কিশোর খুন হয়েছে।জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের মসুদ মিয়া তার বীজতলায় বেড়া দিলে একই গ্রামের মশাহিদ মিয়া গংরা চলাচলে বিঘ্ন ঘটবে বলে বাধা প্রদান করে। এনিয়ে গ্রামের পঞ্চায়েত পক্ষ কে বিষয়টি অবগত করলেও তাতে কোন কর্ণপাত করা হয়নি।
এরই জের ধরে গত শুক্রবার স্থানীয় গোপলার বাজার স্ট্যান্ডে মশাহিদ মিয়া ও মসুদ মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা পাল্টা হামলা হয়। এসময় মশাহিদ মিয়ার পক্ষের লোক কিশোর জুবায়েল গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সে মৃত্যু কোলে ঢলে পড়ে । এঘটনার প্রতিবাদে নিহতের  আত্মীয় স্বজনেরা  মহাসড়ক অবরোধ করে স্থানীয় গোপলার বাজার পুলিশ ফাঁড়ির  বিরুদ্ধ স্বজনপ্রীতি ও অনিয়ম দূর্ণীতির অভিযোগ তুলে খুনীদের গ্রেফতার দাবী জানান প্রতিবাদকারী লোকজন।
Spread the love