সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ সিলেটের বালাগঞ্জে আমির আলী (২৪) নামে নারী নির্যাতন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে বালাগঞ্জ থানার পুলিশ সিলেট নগরীর একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উপজেলার বোয়ালজুর ইউনিয়নের অন্তর্গত নশিরপুর গ্রামের মৃত খুরশেদ আলী পুত্র।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বালাগঞ্জ থানায় সংঘটিত যে কোন ফৌজদারি অপরাধে জড়িত আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতারে লক্ষ্যে বালাগঞ্জ থানার অফিসার ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান চলমান আছে। এ সংক্রান্তে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।