সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পানির উত্তাল ডেউয়ে সড়কে ভাঙনের সৃষ্টি হয়েছে। মইয়ার হাওরে বন্যায় বৃদ্ধি পাওয়া পানি প্রচন্ড বাতাসে উত্তাল হয়ে উঠেছে। উত্তাল ডেউয়ে জগন্নাথপুর-চিলাউড়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে স্থানীয় পূর্ব ভবানীপুর, যাত্রাপাশা ও শেরপুর গ্রাম এলাকায় প্রধান সড়কের দক্ষিণ পাশে ভাঙন শুরু হয়েছে।
সড়কের ভাঙন রোধে ৯ জুলাই রাতে স্থানীয় গ্রামবাসীদের ব্যক্তি উদ্যোগে ভাঙনে বাঁশের আড় দিয়ে মাটি ও বালুর বস্তা ফেলে কাজ করা হয়। তবুও ভাঙন ঠেকানো যাচ্ছে না। মাত্র কয়েক মাস আগে মেরামতকৃত নতুন সড়ক দিনে দিনে ভেঙে যাচ্ছে। তা দেখে দুর্ভোগের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনতা।
তাই জরুরী ভিত্তিতে সড়কের ভাঙন রোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান ও স্থানীয় পৌর কাউন্সিলর দিপক গোপ বলেন, এখনই সড়কের ভাঙনে কাজ করতে হবে। তা না হলে পুরো সড়ক ভেঙে যাবে। সড়কটি ভেঙে গেলে অবর্ণনীয় ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, ডেউয়ের কবলে পড়ে সড়ক ভেঙে যাচ্ছে। মেরামতের জন্য বরাদ্দ পেতে বিলম্ব হবে। তবে আপাতত দ্রুত ভাঙন রোধে উপজেলা পরিষদ ও জগন্নাথপুর পৌরসভাকে নিয়ে জরুরী ভিত্তিতে মেরামত কাজ করতে চেষ্টা চলছে।