সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আবারো বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ। প্রথম দফা বন্যার ভোগান্তি কেটে উঠার আগেই আবারো বন্যার কবলে পড়েছেন ভূক্তভোগী জনতা।
গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানি আবারো আশঙ্কাজনক ভাবে বেড়ে চলছে। বন্যার পানিতে আবারো তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি।
এর মধ্যে অনেক স্থানে পানিতে তলিয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। ১২ জুলাই রোববার দেখা যায়, জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন গ্রামের নাগরিকরা বন্যার কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
সেই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি। এতে গবাদি-পশু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। বর্তমানে মানুষ কোন রকমে জীবন-যাপন করলেও আরো কয়েক ফুট পানি বাড়লে প্লাবিত হয়ে যাবে জগন্নাথপুর। তখন মানুষ আর নিজ ঘরে থাকতে পারবেন না। পড়বেন মহা বিপদে। এমন আশঙ্কায় শঙ্খিত হয়ে পড়েছেন সর্বস্তরের জনতা।