সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূত্র বধূকে নিয়ে চম্পট দিলেন শশুর। পূত্র বধূ নিয়ে এক সপ্তাহ আগে বাড়ি থেকে পালিয়ে গেছেন তিনি। সম্ভব্য স্থানেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় মেয়ের বাবা মো. শহিদ আলী প্রামানিক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের কৈবর্তগাঁতী গ্রামে। পুত্রবধূ পুত্রবধূর নাম মোছা. সারমিন খাতুন (১৮)নিয়ে পালিয়ে যান তার শশুর মো. সাউদ আলী (৫৪)।
জানা যায়, এক বছর আগে কৈবর্তগাঁতী গ্রামের মো. আব্দুস ছালামের সঙ্গে সারমিন খাতুনের বিয়ে হয়। গত ২৪ জানুয়ারি পুত্রবধূ ও শ্বশুর বাড়ি অজানা উদ্দেশ্যে পাড়ি জমান। গত সাত দিন ধরে তাদের নিকট আত্মীয়র বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়েছে। কিন্তু কোথাও তাদের খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কালাম আজাদ।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা শ্বশুর আর পুত্রবধূকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।