সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
প্রতিনিধি/ওমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজি আব্দুর রবের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ১৮ জুলাই বেলা ১১ টায় উপজেলার হযরত শাহ তাজ উদ্দিন (রহঃ) দরগা প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
বেলা ১১ টায় হযরত শাহ তাজ উদ্দিন (রহঃ) দরগা প্রাঙ্গনে হাজি আব্দুর রবের জানাযায় হাজারো মানুষের ঢল নামে। উল্ল্যেখ্য, সোমবার দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়েকের টুলপ্লাজা এলাকায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজ পরির্দশনকালে আকষ্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।