জায়েদ খানকে বয়কট

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

জায়েদ খানকে বয়কট

বিনোদন ডেস্কঃঃ

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন চিত্রনায়ক, প্রযোজক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। চলচ্চিত্রের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ জড়িত থাকার অভিযোগ তুলে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে প্রযোজক সমিতির কার্যালয়ে ১৮ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।

ইকবাল জানান, একই অভিযোগে আগামীকাল বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকে সতর্ক করে চিঠি পাঠানো হবে।

এ বৈঠকে প্রযোজকরা ছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু গতকাল বলেছিলেন, ‘গত ৭ মার্চ কার্যনির্বাহী পরিষদের সপ্তম সভায় তাকে (জায়েদ খান) কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সংগঠনের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ এসেছে।’

এই নোটিশ পাঠানোর কারণ জানতে চাইলে এক প্রযোজক নেতা বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা আনতে ও নির্মাণ ব্যয় কমাতে একটি নীতিমালা প্রণয়ন করে সমিতি। এটি বাস্তবায়ন হলে চলচ্চিত্র নির্মাণে ন্যূনতম ১৫ লাখ টাকা কমে যাবে। কিন্তু এই কাজে অসহযোগিতা করতে জায়েদ বিভিন্ন শিল্পী ও প্রযোজককে উৎসাহিত করছে। এমন কী মুঠোফোনে এসএমএস পাঠিয়ে তিনি এটা করছেন।’

২০০৮ সালে মোহাম্মদ হান্নানের ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেক হয় জায়েদের। ২০১৭ সালে তিনি নিজেই প্রযোজনায় আসেন। তৈরি করেন ‘অন্তরজ্বালা’ ছবি। পাশাপাশি টানা দুই মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031