ছাতকে ২ নৌ-চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

ছাতকে ২ নৌ-চাঁদাবাজ গ্রেফতার

প্রতিনিধি/ছাতকঃঃ

ছাতকে সুরমা নদী থেকে ২ নৌ-চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নদীতে চাঁদাবাজী করার সময় তাদের গ্রেফতার করা হয়। আলী হোসেন ও ডালিম মিয়া কে নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আকবর আলীর পুত্র আলী হোসেন (৩২) ও ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র ডালিম মিয়া (৩০)।

 

সুরমা নদীর বারকাহন এলাকায় বিএমডব্লিউটিএ লিখা একটি রিসিট দিয়ে নদীতে চলাচলরত বার্জ, কার্গো ও বাল্কহেড থেকে ১ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় ২ চাঁদাবাজকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ছাতক থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সোমবার থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-১৭) দায়ের করেছেন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031