সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশনসহ দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাজফিরাত কামনা করে সিলেটে হজরত শাহজালালের (রহ.) দরগায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেসরকারি খাতে কর্মসংস্থান, শিল্পবিপ্লব ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আজ বুধবার বাদ জোহর হজরত শাহজালালের(রহ.) দরগায় ওই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ।