সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
প্রতিনিধি/ ওসমানীনগরঃ
ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব ময়নূল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা পিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আহবাবুল ইসলাম আহবাবসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রেরিত শোকবার্তায় নেতৃবৃন্দরা জানান,একজন আদর্শ রাজনৈতিক সামাজিক বাক্তিত্বদ্বয়ের সকল গুনাবলি সম্মেলিত উদার মনের মানুষ ছিলেন চেয়ারম্যান আব্দুর রব। বিএনপি ও অঙ্গসংগঠনকে শক্তিশালী করতে মৃর্ত্যুর পূর্ব পর্যন্ত কাজ করে গেছেন তিনি। তাঁর শূন্যস্থান অপূরনীয়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজ দক্ষতা ও কর্মগুনে হয়ে উঠেছিলেন সাধারণ জনগনের বন্ধু। তাঁর অকাল মৃত্যুতে ইউনিয়নবাসী হারিয়েছে তাদের সঠিক একজন কর্ণধারকে।
শোক প্রকাশকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকার্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।