সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় নতুন করে আরেকজন আক্রান্ত হয়েছেন। ১৪ জুলাই রাতে তিনি করোনা রোগী হিসেবে সনাক্ত হন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা। ১৫ জুলাই বুধবার তাঁকে রাখা হয়েছে হোম আইসোলেশনে। তাঁর পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। প্রতিবেশি বাড়িগুলোকে করা হয়েছে সতর্ক।
এ নিয়ে জগন্নাথপুরে মোট ৯৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯২ জন সুস্থ্য হয়েছেন ও আইসোলেশনে রয়েছেন ৭ জন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর নিশ্চিত করেছেন।