সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ-নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক চৌধুরী সেলিমের সাথে সৌজন্য সাক্ষাত করে মতবিনিময় করেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্গত নব গঠিত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ কমিটির তালিকা তাঁর কাছে হস্তান্তর করে দায়িত্বপালনে সহযোগীতা কামনা করেন।
বুধবার বিকেলে উপজেলা পরিষদস্থ চেয়ারম্যানের কার্যালয়ে তারা এই মতবিনিময় করেন। এসময় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী।
প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে দিনরাত কাজ করছেন আর অনলাইন গণমাধ্যমের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিতে সংবাদ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের বাস্তবরুপই হচ্ছে আজকের এই অনলাইন প্রেসক্লাব। এই প্রেসক্লাবের নেতৃত্বে তরুণদের দেখে আমি আনন্দিত। আপনাই পারবেন বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের সংবাদ তৃণমূলে পৌঁছে দিতে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আপনাদের সকল কর্মসূচীতে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ, সদস্য আব্দুল মুহিত প্রমূখ।