মো বায়েজীদ বিন ওয়াহিদ/ জামালগঞ্জঃঃ
জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ পৌঁছে দিলেন এমপি শামীমা!! সুনামগঞ্জের জামালগঞ্জে বৃহঃপ্রতিবার দিনব্যাপী উপজেলার ভীমখালী ইউনিয়নের আছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে, সাচনা বাজার ইউনিয়নের নয়াশুকদেবপুর,শুকদেবপুর, রক্তিরপার,রাধানগর, রাঙ্গামাটিয়া,দুর্লভপুর,ব্রাক্ষনগাও, ও জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন কামলাবাজ,নয়হালট হিন্দুপাড়া,গজারিয়া হাটি,সোনাপুর গ্রাম সহ প্রায় ৫৬০ টি বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুনামঞ্জ -সিলেট আসনের সংসদ সদস্য এড শামীমা আক্তার খানম।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালমা চৌধুরী,ফেনারবাক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুব্রত পুরকায়স্থ,জেলা কৃষকলীগের সদস্য নিজাম নুর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিরিন মিয়া,কৃষকলীগ নেতা শুধাংশু তাং,বশির মিয়া,ফুরকান আহমদ প্রমুখ।