সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় সাবুল মিয়া(২৫) নামের এক প্রাইভেট গাড়ি চালক গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবুল মিয়া শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা শুকুর আলীর পুত্র ও ব্যবসায়ী শাহ আলমের ব্যক্তিগত গাড়ি চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাতীকোনা এলাকার তার গাড়ি মালিকের বাসার গেরেজ থেকে গাড়ি বের করার জন্য বাসার গেট খুলার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। তাকে দা দিয়ে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী এসপি, ছাতক সার্কেল বিল্লাল হোসন ঘটনাস্থল পরিদর্শন করেন।