মাস্ক দুর্নীতি: ঔষধাগারের তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

মাস্ক দুর্নীতি: ঔষধাগারের তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

এন৯৫ মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) এক ডাক্তারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ।

 

কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক-বর্তমান মিলিয়ে ছয় কর্মকর্তার মধ্যে বাকি তিনজনকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে।রোববার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ১২ জুলাই তাদেরকে তলব করে নোটিশ পাঠানো হয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠেছে। এছাড়া, অভিযোগ ওঠে সিএমএসডির ৯০০ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতি ও অনিয়মের। গত ১০ জুন দুদক এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031