সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
বিজয় রায়,ছাতকঃঃ
করোনা ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে ২য় স্থানে রয়েছে ছাতক। তবে করোনাকে পরাস্থ করে বিজয়ীর বেশে ঘরে ফেরা মানুষের সংখ্যায় ছাতক উপজেলার স্থান জেলার শীর্ষে। পক্ষান্তরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা বিবেচনায় জেলার প্রথম স্থানে রয়েছে ছাতকের নাম। ১৯ জুলাই পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০০ জন।
এর মধ্যে আরোগ্য লাভ করে ঘরে ফিরেছেন ২৩৫ জন এবং আইসোলেশনে আছেন ৫৯ জন। জেলার ১১টি উপজেলার মধ্যে সবচেয় বেশী আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। সর্বোচ্চ ৪১১ জন আক্রান্ত হলেও সুনামগঞ্জ সদর উপজেলায় কেউ মৃত্যুবরণ করেনি। সুস্থ্য হয়েছেন ২২৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১২ জন।
এর মধ্যে শুধু ছাতক উপজেলায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। তবে ঢাকা ও সিলেটে মৃত্যুবরণ করা ছাতকের আরো ৪ জনসহ মোট ১০ জনকে এখানে দাফন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেবের বাইরে করোনা উপসর্গ নিয়ে এখানে আরো ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।