সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নৌকা থেকে পানিতে পড়ে আলী হোসেন (১৮) নামের এক তরুণ নিখোঁজরয়েছেন। তিনি দিরাই উপজেলার শরীফপুর গ্রামের গউছ মিয়ার ছেলে।
জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রাম এলাকারবৈঠাখালি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। বৈঠাখালি খালে পানির উপর বিদ্যুৎ লাইন রয়েছে।স্থানীয়রা জানান, ২০ জুলাই সোমবার বিকেল ৫ টার দিকে একটি ইঞ্জন চালিত স্টিলের বড় ইটের নৌকা যাওয়ার সময় ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের তারে নৌকা ধাক্কা লাগলে নৌকাতে বিদ্যুৎসংযোগ হয়ে যায়।
এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নৌকাতে থাকা ৬ জন শ্রমিকের মধ্যে ৩ জন পানিতে পড়ে যান। এর মধ্যে ২ জন সাঁতার কেটে পারে উঠলেও আলী হোসেন নিখোঁজ রয়েছেন।তাকে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও বিদ্যুৎ বিভাগ ঘটনাস্থল
পরিদর্শন করেন। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিখোঁজ তরুণকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।জগন্নাথপুর উপজেলা আবাসিকপ্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, এটি একটিঅনাকাঙ্খিত দুর্ঘটনা।