সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
কক্সবাজারের ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে’র আওতায় নামমাত্র মূল্য ১ হাজার এক টাকায় ৬শ উদ্বাস্তু পরিবার বুঝে পেলেন ফ্ল্যাটের মালিকানা। উদ্বাস্তু পুর্নবাসনে বিশ্বের অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতার পর কক্সবাজার ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে’র উপকারভোগী নারী-পুরুষ, জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র, প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্বে থাকা সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারস মো. মাঈন উল্লাহ চৌধুরী বক্তৃতা করেন।
এসময় গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গান শোনার ইচ্ছে প্রকাশ করেন। প্রকল্পপ্রান্তে থাকা মহেশখালি থানার বুলবুলি আকতার ‘মহেশখালি পান’ শিরোনামের সেই বিখ্যাত গানের অংশ গেয়ে শোনান।
অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান। ‘খুরুশকুল প্রকল্প দেখতে যাবো, শুঁটকি ভর্তা দিয়ে ভাত খাবো’ বলে স্বভাবসুলভ হাসি দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।