সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
প্রতিদিন সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ জন আর এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগের ২ হাজার ৯৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৫২, সুনামগঞ্জে ১ হাজার ২৪, হবিগঞ্জে ৫১৫, মৌলভীবাজারে ৪৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭৮৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৬৫, হবিগঞ্জে ১ হাজার ৯১ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯২, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগী।