দোয়ারাবাজারে সরকারি প্রথমিক বিদ্যালয়ের বিক্রির অভিযোগ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

দোয়ারাবাজারে সরকারি প্রথমিক বিদ্যালয়ের বিক্রির অভিযোগ
এনামুল কবির মুন্ন/ দোয়ারাবাজারঃঃ
উপজেলার ছনোগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্কুল সভাপতি আনোয়ার মিয়ার বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, ছনোঁগাওঁ স্কুলের ২৬ টি মেহগনি ও ১ টি কৃষ্ণচুড়া গাছ কেটে বিক্রি করেছেন সভাপতি আনোয়ার। যার মূল্য (১,৮০,০০০) একলক্ষ আশি হাজার টাকা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আরজ আলী বুধবার (২২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহামারী কোন ভাইরাসের কারণে আজ প্রায় চার মাস যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থী শিক্ষক বা কমিটির সদস্য গনের কোন প্রকার সাক্ষাৎকার হয় নাই। এরমধ্যে বিগত প্রায় তিন মাস পূর্বে বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তায় যাবার সময় বিদ্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে ২৬ টি মেহগনি ও ১ টি কৃষ্ণচুড়া গাছ কাটা দেখিতে পাই সাথে সাথে বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয় কে অবগত করি। তাদের সাথে আলাপ করে জানতে পাই প্রধান শিক্ষক গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না। স্কুলের সভাপতি আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে গাছগুলো তার মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে তিনি আরও জানান যে ঊর্ধত্বন কর্তৃপক্ষ কর্তৃক গাছ বিক্রি করার অনুমতি সর্বাপেক্ষে তিনি গাছ বিক্রি করেছেন। আমি ম্যানেজিং কমিটির সকল সদস্যগণকে অবগত করিলে বলে তাহারা সকলেই গাছ বিক্রি সম্পর্কে জানেন না। বিষয়টি সভাপতি কে জানানোর পর তিনি উল্লেখিত টাকা বিদ্যালয়ের তহবিলে জমা করবেন বলে আমাকে আস্থ করেন। কিন্তু এখন পর্যন্ত টাকা জামা করেননি।
বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন গাছ কাটার কথা স্বীকার করে বলেন, আমি ১১ টি গাছ কেটে বিক্রি করেছি নতুন ভবন নির্মান কাজ করানোর জন্য। যার মূল্য ২৭ হাজার টাকা। এই টাকা দিয়ে স্কুলের প্রধান শিক্ষাক ও ম্যানেজিং কমিটিসহ একটি শহীদ মিনার নির্মাণ করেছি। উপজেলা শিক্ষা  অফিসার পঞ্চানন কুমার সানা ফোন রিসিভ করেনি।
Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31