সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন।
ইউনিয়নে তালিকাভূক্ত ১ হাজার ১০০ ব্যক্তির মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
প্রথম দিন তালিকাভূক্ত ৭০০ ব্যক্তির মাঝে চাল বিতরণ করা হয়। রোববার বাকি ৪০০ ব্যক্তির মাঝে চাল বিতরণ করা হবে।
চাল বিতরণকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সেলবরষ ইউনিয়ন পরিষদ সচিব লিটন মিয়া, সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।