সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ
ওসমানীনগরে জামেয়া লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসা পশ্চিম মোবারকপুর ২৮ তম বার্ষিক ইসলামিক মহা মম্মেলন অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারী। এতে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা সাইদুর রহমান সাহেদ ও হযরত মাওলানা মাহবুবুর রহমান।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্তিত থাকবেন, হযরত মাওলানা নুরুল আমিন আল ফরিদী। প্রধান আকর্ষন হিসাবে থাকবেন হযরত মাওলানা উবাইদুর রহমান হুযাইফী।
এতে ইসলামিক বক্তব্য রাখবেন, শায়খুল হাদীস আল্লামা মখলিছুর রহমান সাহেব কীয়ামপুরী, শায়খুল হাদীস আল্লামা আব্দুশ শহিদ সাহেব শায়েখ গুলকাপনী,হযরত মাওলানা নুরুল করিম ইউনুসী সাহেব, হযরত মাওলানা হোসাইন আহমদ সাহেব, হযরত মাওলানা বেলাল আহমদ বেলালী সাহেব বিশ্বম্ভপুরী, হযরত মাওলানা সা‘দ আমিনী সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব।
তে সকল ধর্মপ্রাণ মুছল্লিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মাদ্রাসার নির্বাহী পরিচালক আলহাজ্ব ফজল উদ্দিন আহমদ।