সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে আরো ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯২৮ জনে।
এছাড়া একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার ২৭৫ জন। মোট আক্রান্ত দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জন।
রবিবার দুপুরে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো এক হাজার ৭৯২ জন করোনা রোগী। সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।