শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনা সরকারের যুগপোযুগী পদক্ষেপ: এমপি মানিক

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনা সরকারের যুগপোযুগী পদক্ষেপ: এমপি মানিক

প্রতিনিধি/ ছাতকঃঃ 

 

জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনা নেতৃত্বাধিন আওয়ামীলগ সরকার যুগপোযুগী সকল পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

 

শিক্ষাকে শতভাগে উন্নীত করতে সরকার বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করে সরকার বছরের ১ম দিন দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছে।

 

শিক্ষার্থীদেও আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর মেধাবী জনগোষ্ঠি তেরীতে সরকার কাজ করে যাচ্ছে। রোববার সকালে ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার নন-এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা আনুষ্ঠানিকভাবে প্রদানকালে এমপি মানিক এসব কথা বলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত প্রনোদনা প্রদান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।

 

বক্তব্য রাখেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ প্রমুখ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ওসি (তদন্ত) মঈন উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আব্দুল মছব্বির, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আখলাকুর রহমান, বিল্লাল আহমদ, আবুল হাসনাত, সাইফুল ইসলাম, সায়েস্তা মিয়া, মোজাহিদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে উপজেলার নন-এমপিও ভুক্ত ৭৯ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে, ১২ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে এবং ১৬ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে প্রধান মন্ত্রীর প্রনোদনা প্রদান করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30