সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
প্রতিনিধি/ ছাতকঃঃ
ছাতকে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় গরীব-অসহায় ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি এসব সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি লিপি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন প্রমূখ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, কোষাধ্যক্ষ জয়ন্তি রানী দাস, ফোরামের সদস্য আফিয়া বেগম, মিনা বেগম, প্রিয় বালা দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার ২৫ জন অসহায় কর্মক্ষম নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এমপি মানিক। পরে ছাতকের স্কুল ওয়াই কিন্ডারগার্ডেন, সূর নিকেতন, মেঠোসূর ও রমিজী শিল্পি গোষ্ঠিকে ২০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনার চেক প্রদান করেন, মুহিবুর রহমান মানিক এমপি।