সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকের জাউয়া ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষ, ঘন-ঘন বন্যায় ক্ষতিগ্রস্থ, অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২ দিন ব্যাপী ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
রোববার দিনব্যাপী ইউপি কার্যালয় থেকে পরবর্তী ৪,৫,৬,৭,৮ ও ৯নং বিভিন্ন ওয়ার্ডের এসব মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। ইউনিয়নের দু’হাজার ৭শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
চাল বিতরনী অনুষ্ঠানে উপজেলা যুবলীগ সভাপতি, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ট্যাগ অফিসার উপজেলা সহকারী মৎস্য অফিসার মাসুদ আহমদ, ইউপি সচিব কায়েছ মাহমুদ, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, কাজী রুমেল, এসএম মাহমুদ, আঙ্গুর মিয়া, আব্দুন নূর, হাজী সোনা মিয়া, হিরন মিয়া, মহিলা সদস্য সায়েরা বেগম, মমতাজ বেগম, সাফিয়া বেগমসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।