ছাতকে করোনায় মোট আক্রান্ত ৩২৪, মৃত্যু ১২

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ছাতকে করোনায় মোট আক্রান্ত ৩২৪,  মৃত্যু ১২

প্রতিনিধি/ছাতকঃঃ

 

ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মীর আলা উদ্দিন(৬৬) আরো একজনের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

মীর আলা উদ্দিন শহরের বাগবাড়ী এলাকার মীর আব্দুল মিয়ার পুত্র। ১৯ জুলাই তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলে ২০ জুলাই তাকে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

 

সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী। ওইদিন বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে এ নিয়ে ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ও ঢাকায় মৃত্যুবরণ ছাতকের আরো ৫জনসহ মোট ১২জনকে ছাতকে দাফন করা হয়েছে। সোমবার(২৭ জুলাই) পর্যন্ত ছাতক উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩২৪ জনের।

 

গত ৩ দিনে ৪ কর্মকতা নতুন করে আরো ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়াসহ কৈতক হাসপাতালের ৪ জন, ছাতক হাসপাতালের ১ জন, শহরের মন্ডলীভোগ এলাকার ২ জন ও বাগবাড়ী এলাকার ৩ জন, শহরের বাইরে নরসিংপুর গ্রামের ১ জন, আইনাকান্দি গ্রামের ১ জন, মধুকোনী গ্রামের ১ জন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031