সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগর:
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, করোনার ভয়াবহ দুর্যোগ কালে পুলিশ সম্মুখযোদ্ধা হয়ে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে আপনারা ঘরে থাকুন ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পড়ে বের হবেন।
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আপনারা গরু বেপারীরা টাকা নিয়ে নির্বীগ্নে বাড়িতে যেতে পারবেন। তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের ওসমানীনগরের তাজপুর কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
মাক্স বিতরণ কালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার নবাগত ওসি শ্যামল বনিক, উপলো আওয়ামীলগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া,তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।