সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- উপজেলার নিতপুর তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী নাজরিন বেগম (২৫) ও মেয়ে সোনালি পাখি (৩)। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে শয়নঘরে ঘুমের মধ্যে তাদের সাপে দংশন করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইদুর রহমান বলেন, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে তারা নিজ শয়নঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রাত ১টার দিকে বিষাক্ত সাপ মা-মেয়েকে দংশন করে। অস্বস্তিবোধ হওয়ার পর তারা চিৎকার শুরু করে।
পরে পরিবারের সদস্যরা ছুটে এসে পায়ে সাপের কামড় দেখতে পান। এর পর রাতেই তারা স্থানীয় ওঁঝা দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মা-মেয়ের মৃত্যু হয়।
পোরশা থানার ওসি শফিউল আজম জানান, ঘুমন্ত অবস্থায় রাত ১টার দিকে বিষাক্ত সাপর দংশনে ওই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।