সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহ জেলার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের ৩ বারের সাবেক জেলার শ্রেষ্ঠ সফল চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
রেজাউল করিম শামীম তার ঈদ শুভেচ্ছা বার্তায় জানান. আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য। মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন ঘটানোই আমাদের কাম্য।
তিনি আরো বলেন,বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছরের শুরুতে ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি, ভেবেছিলাম হয়তো ঈদুল আজহার সময় দেশে কোন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবেনা, কিন্তু করোনা ভাইরাস তো রয়েই গেলো, এর মধ্যে আবার গত ১ মাসের ব্যবধানে ৩ বারের বন্যায় হাওরাঞ্চলের মানুষের আনন্দের ঈদকে ম্লান করে দিয়েছে। এক দিকে করোনা ভাইরাসের আতংক অন্যদিকে বন্যার পানিতে দূর্বিষহ জীবন কাটাচ্ছে আশ্রয়কেন্দ্রে থাকা শতশত মানুষ।
পরিশেষে উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবছর আমাদের আরো পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক হতে হবে। তাই আপনারা কোরবানির পশু জবাই করে পশুর বর্জ্য ও ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন, এবং সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সকলকে আবারও ঈদ মোবারক।