জগন্নাথপুরে দি আখিরাহ টিম ইউকের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

জগন্নাথপুরে দি আখিরাহ টিম ইউকের উদ্যোগে  ঈদ উপহার বিতরণ

জগন্নাথপুর/ প্রতিনিধিঃঃ

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে দি আখিরাহ টিম ইউকে এর উদ্যোগে ও অর্থায়নে করোনায় কর্মহীন ও বন্যা দুর্গত পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

২৯ জুলাই বুধবার দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গাজীরকুল, দোস্তপুর, বোরহানপুর, উলুকান্দি, খালিশাপাড়া ও দয়ালনগর গ্রামের ১৬০টি পরিবারের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করা হয়।

 

নৌকাযোগে পানিবন্দি মানুষের বাড়িতে গিয়ে অসহায় মানুষের ঘরেঘের এসব ত্রাণ ও উপহার সামগ্রী দেয়া হয়। অনেক স্থানে হাটু ও কোমর পানি মাড়িয়ে মাথায় করে নিয়ে ত্রাণ পৌছে দেয়া হয়েছে।

 

 

এতে ত্রাণ সামগ্রী হিসেবে পরিবার প্রতি ১৫ কেজি চাল, ৩ লিটার সোয়াবিন ও ৪ কেজি পেয়াজ করে বিতরণ করা হয়। এছাড়া ঈদ উপহার হিসেবে নারী-পুরুষ ও কোমলমতি শিশুদের মধ্যে নতুন জামা কাপড়, জুতা ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ সময় ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার পেয়ে পানিবন্দি অসহায় মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

Spread the love