বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ‘নাটক’, গ্রেফতার ২

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ‘নাটক’, গ্রেফতার ২

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে এক বিকাশ এজেন্টের ম্যানেজার ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার চরহাজারী ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিকাশ এজেন্ট ইমন সাহার অভিযোগের ভিত্তিতে তার ম্যানেজার সুমন মজুমদার (৪০) ও সুমনের সহযোগী শিশির মজুমদারকে (৩৬) আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

 

আটক সুমন কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শিশির চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

বিকাশ এজেন্ট ইমন সাহার অভিযোগ, তার ম্যানেজার সুমন মুঠোফোনে তাকে জানান, তার ৯০ লাখ টাকা মোটরসাইকেল যোগে চরহাজারী থেকে বসুরহাট এজেন্ট অফিসে আনার সময় ছিনতাইকারীরা নিয়ে গেছেন। পরে তিনি ঘটনাস্থলে এসে সুমন মজুমদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথা বলেন। এ কারণে সন্দেহ হলে সুমন ও তার সহযোগীকে নিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের শরণাপন্ন হন ইমন। পুলিশের জিজ্ঞাসাবাদে সুমন ও শিশির দুই ধরনের বক্তব্য দিলে ছিনতাই ঘটনাটি তাদের কাছে নাটক বলে মনে হয়েছে। পরে সুমন ও তার সহযোগী শিশিরকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ইমন।

 

এর আগেও সুমনের বিরুদ্ধে এ ধরনের আত্মসাৎ চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন ইমন সাহা।

 

 

এ বিষয়ে অভিযুক্ত সুমন মজমুদার বলেন, ‘বুধবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে টাকার ব্যাগসহ শ্বশুরবাড়ি থেকে বসুরহাট আসার পথে আমার নিকট আত্মীয় শিশির মজুমদারকে বাইকে তুলে নিই। কিছুদূর আসার পর আলী আহমেদের বাড়ির সামনে মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে লাঠি দিয়ে মুখে আঘাত করে ছিনতাইকারীরা ৯০ লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে চলে যায়।’

 

 

এদিকে শিশির মজুমদারের দাবি, এ ঘটনার সঙ্গে তিনি মোটেও জড়িত নয়। সুমনের ব্যাগে যে ৯০ লাখ টাকা ছিল তাও তিনি জানতেন না।

 

 

বিষয়টি নিয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, ‘বিকাশের ৯০ লাখ টাকা সুমন আত্মসাৎ করার উদ্দেশ্যে ছিনতাই নাটক সাজিয়েছে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930