সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
প্রতিনিধি/ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ১০টি গ্রামের ৮৮০ জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গোলকপুর বাজারে এক অনুষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
ওই ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী ও ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার।
এতে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউএনও মো. মুনতাসির হাসান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক অখিল কুমার সাহা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ।