সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০
লন্ডন বাংলা ডেস্ক::
ঈদের ছুটিসহ সরকারি যে কোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনা টেস্ট বন্ধ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়।
এতে বলা হয়, ‘বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যে কোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে কোভিড-১৯ পরীক্ষার জন্য দেশের সব পিসিআর ল্যাবরেটরি কার্যক্রম (নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা) অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’