লন্ডন বাংলা সম্পাদকের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

প্রাণঘাতি করোনা মহামারিতে সারাবিশ্ব এক ভয়াবহ দুর্যোগে। বাংলাদেশও তার অর্ন্তভুক্ত। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের মানুষ এক অদৃশ্য আতঙ্কে গত ঈদ উল ফিতরেও ঘরবন্দি থেকেই কাটিয়েছে। সবারই প্রত্যাশা ছিলো কোরবানির ঈদ হয়তো করোনা মহামারি থেকে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে উদযাপন করা যাবে। কিন্তু তা আর আগের মতো হয়ে ওঠেনি।

 

তারপরেও মনের মধ্যে আতঙ্ক নিয়েও ঈদ উল আযহা উপলক্ষে বিশ্বের সকল মুসল্লীদের মাঝে রয়েছে অনাবিল আনন্দ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিটি মুসলমান উদযাপন করবেন এ ধর্মীয় উৎসব। ঈদ উল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। তাই এই কোরবানির শিক্ষা প্রত্যেক মুসলমান নিজের জীবনে ধারণ করে যেন ইসলামের সঠিক পথে জীবন পরিচালিত করতে পারে।

 

তাই পবিত্র ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। এই শুভ প্রত্যয়ে সবাইকে ঈদ মোবারক।

 

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ বিদেশের কমিউনিটির জনপ্রিয় গণমাধ্যম ‘লন্ডন বাংলা নিউজ ডট নেট এর পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপন দাতা এবং সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’।

 

মির্জা আসহাব বেগ

সম্পাদক: লন্ডন বাংলা নিউজ ডট নেট

Spread the love