সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০
পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান মোঃ মনজুর আহমদ মনজু। তিনি সবাইকে ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা ও সকলের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় মাইশা ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস, ফাইভ স্টার ফ্যাশন কর্নার ও মাহিয়া ইলেকট্রনিক্স এর পরিচালক মনজুর আহমদ মনজু বলেন, কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোনও প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় ও পরস্পরের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানানিয়ে তিনি বলেন, এই মহান উৎসব আমাদের ত্যাগের শিক্ষা দেয়। তাই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি আমাদের যেন খেয়াল থাকে কুরবানির হক থেকে যেন কোন গরীব বঞ্চিত না হয়।