সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাজপুর ডিগ্রীকলেজ ১৯৯৪ইং ব্যাচ (এইচএসসি) এর আহবায়ক ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ইউছুফ আলী।
গনমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় সবাইকে ঈদ উল আযাহার শুভেচ্ছা ও সকলের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, ঈদ উল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়।
আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি আমাদের যেন খেয়াল থাকে কুরবানির হক থেকে যেন কোন গরীব বঞ্চিত না হয়। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোনও প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকেও সবার লক্ষ্য রাখতে হবে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় ও পরস্পরের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।