সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০
ঈদ উল আযাহা উপলক্ষে সকল শিক্ষক ও দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ। সবাইকে ঈদ উল আযাহার শুভেচ্ছা জানিয়ে তিনি সকলের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এই উৎসবের জন্য সবাইকে আহব্বান জানিয়ে ঈদের শুভেচ্ছা বার্তায় মেবারকপুর বঙ্গবন্ধ উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ আরো বলেন, এই মহান উৎসব আমাদের ত্যাগের শিক্ষা দেয়। তাই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি আমাদের যেন খেয়াল থাকে কুরবানির হক থেকে যেন কোন গরীব বঞ্চিত না হয় । কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোনও প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় ও পরস্পরের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।