সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।মঙ্গলবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নিজগাঁও গ্রামের আউয়াল মিয়া (৪৫) ও অপরজনের পরিচয় জানা যায়নি; তবে তার বয়স (৪৪) হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল রাজা অ্যান্ড সন্স পরিবহনের যাত্রীবাহী বাসটি।
এ সময় কুমিল্লা থেকে সিলেটমুখী আদনান অ্যান্ড আরিদা পরিবহনের অপর বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আদনান অ্যান্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারী। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ পথচারী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি ঘটনাস্থলেই রয়েছে বলেও জানিয়েছেন ওসি।