সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০
বিজয় রায়/ছাতকঃঃ
ছাতকে এলাকাবাসির অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে সদর ইউনিয়নের শ্যামপাড়া-কান্দিগাঁও সড়ক সংস্কার কাজ করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল থেকে এ সড়কে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজে অংশ নিয়েছেন। তিন দফা বন্যায় এ সড়কটি যাতায়াতে সম্পূর্ন অনুপযোগি হয়ে পড়লে এলাকাবাসি এ সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেন।
প্রথম দফা বন্যায় সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে গেলে স্থানীয়রা উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের মাধ্যমে যান চলাচলের উপযোগি করে তুললেও তা বেশীদিন গড়ায়নি। দ্বিতীয় দফা বন্যায় আবারো সড়কটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ এ সড়ক দিয়ে যানবাহনসহ সব ধরনের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় সড়ক দিয়ে যাতায়াত করা সদর ইউনিয়নের তিররাই, মানসিনগর, রাতগাঁও, মুক্তিরগাঁও, কান্দিগাঁও, উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল, চলিতারবাক, রুক্কা, ঘাটপাড়সহ কয়েকটি গ্রামের মানুষ পড়ে চরম ভোগান্তিতে। তখন এসব এলাকার মানুষ উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষায় তারা বাঁশের লম্বা সাঁকো নির্মাণ করে চলাচল করতে হয়েছে।
এভাবে তৃতীয় দফা বন্যাকালীন সময়সহ প্রায় এক মাস এ সাঁকো দিয়েই চলাচল করে এসব গ্রামের মানুষ। বন্যার পানি নেমে যাবার পর শ্যামপাড়া-কান্দিগাঁও সড়ক সংস্কার কাজের উদ্যোগ নেন স্থানীয়রা। এ সড়ক সংস্কার কাজে এলাকাবাসি ছাড়াও স্থানীয় একাধিক প্রবাসী, সিএনজি ফোরষ্ট্রোক ও মোটরসাইকেল মালিকরা আর্থিক সহায়তা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে এ সড়ক সংস্কার কাজ শুরু করা হয়। এসময় ইউপি সদস্য আব্দুস ছালাম, স্থানীয় রমাকান্ত দাস রানা, রনজিত সরকার, আব্দুর রহিম, জাহেদুল ইসলাম আহবাব, সাবেক ইউপি সদস্য সমরুজ আলী, রইছ আলী, দুলাল সরকার, আবুল কালাম, এড. শফিকুল ইসলাম, আশকর আলী, আজাদ মিয়া, সুরুজ আলী, সানুর আলী, অমল দাস, সুজন মিয়া, আরজ আলী, ফখর উদ্দিন, আতিকুর রহমান, আব্দুল কাহার, হাবিবুর রহমান, জুয়েল মিয়া, মাষ্টার আবু বক্কর, ইউসূফ আলম সুমন, শফিকুল হক, সদরুল আমিন, শাহবাজ আলী, কফিল উদ্দিন, জমির আলী, অলিউল ইসলাম, আবু সূফি, বীরেন দাস, চান মিয়া, কলমধর আলী, জয়নাল আবেদীন, আব্দুর রশিদ, আব্দুল ইসলাম, বারিন্দ্র দাস, সৈয়দুল ইসলাম, লায়েছ মিয়া, আসলম আলী, আব্দুল হামিদ, দুদু মিয়া, শাহজাহান মিয়া, ছমির উদ্দিন, আনোয়ার মিয়া, খোয়াজ আলী, আরাফাত আলী, মতিউর রহমান, আবু তালেব, মঈন উদ্দিন, ইলিয়াছ আলী, সুন্দর আলী, আব্দুন নূর, সামাদ মিয়া, নূরুল ইসলাম, জাকির আহমদ, নাজমুল হক, আলী আহমদ, আয়না মিয়া, আরশ আলী, সাদক আলী, তাজির উদ্দিন, আব্দুল মালিকসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।